ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোংলায় নদীতে মৃত কুমির, দেহে দড়ি বাঁধা ও পা বিচ্ছিন্ন

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৯ অক্টোবর ২০২৫  
মোংলায় নদীতে মৃত কুমির, দেহে দড়ি বাঁধা ও পা বিচ্ছিন্ন

বাগেরহাটের মোংলায় নদীতে একটি মৃত কুমিরকে ভাসতে দেখা গেছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে মোংলা নদীর একটি শাখা খালের নারকেলতলা স্লুইসগেটের কাছে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। তবে, দুপুরের পর কুমিরটিকে আর সেখানে দেখা যায়নি।

স্থানীয় পরিবেশকর্মী হাছিব সরদার জানান, জোয়ারের স্রোতের সঙ্গে কুমিরটি ভেসে আসে। এটি উল্টো হয়ে ছিল এবং শরীরের একটি পা বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। গলা ও সামনের দুই পায়ে রশি বাঁধা ছিল।

তিনি বলেন, ‘‘সকালে কুমিরটি দেখতে পেয়ে এলাকাবাসী ভিড় করেন। দুপুরে ভাটা শুরু হলে কুমিরটি আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, স্রোতের সঙ্গে এটি ভেসে গেছে। কুমিরটি কেউ বেঁধে মেরেছে, নাকি পানিতে রশিতে জড়িয়ে মারা গেছে; তদন্ত করা দরকার।’’

মোংলা শহরের বাসিন্দা এম এম ফিরোজ বলেন, ‘‘গত কয়েক দিন ধরে মোংলার বিভিন্ন এলাকায় কুমির আতঙ্ক বিরাজ করছে। রবিবার সকালে নদীতে মৃত কুমির ভেসে আসে।’’

সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘‘দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কুমিরটি দেখতে পাইনি। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, জোয়ারের সময় এটি দেখা গিয়েছিল। সম্ভবত ভাটির স্রোতে ভেসে গেছে। আশপাশের নদীতে তল্লাশি চালানো হচ্ছে।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়