ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বিচারকের বাসায় চুরি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:১৯, ২০ অক্টোবর ২০২৫
গাজীপুরে বিচারকের বাসায় চুরি, আটক ৩

গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের বাসভবন ‘গোধুলী’ থেকে বেশকিছু মালামাল চুরি হয়েছে। 

গত শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনায় সোমবার (২০ অক্টোবর) সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে জিএমপি সদর মেট্রো থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন পূর্ব জয়দেবপুর সাকিনস্থ আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবন (গোধুলী) বাংলোতে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ বাস করেন। সাপ্তাহিক ছুটির কারণে তিনি গত শনিবার বাসভবনে ছিলেন না। এ সুযোগে রাত সাড়ে ১১টা থেকে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার মধ্যে গোধুলীর বারান্দার মূল ফটক ভেঙে অজ্ঞাত চোরেরা ভিতরে ঢোকে। তারা ওই বাংলো বাড়ির এসি, বৈদ্যুতিক তার, দুটি বাথরুমের বিভিন্ন ফিটিংস, তিনটি তরকারি কাটার চাকু, তিনটি সিরামিকের প্লেট, তিনটি বেসিনের পানির ট্যাপ, আলমারিতে থাকা কাপড় ও ব্যাগ, একটি প্রেসার কুকার, একটি রাইস কুকার, একটি ওভেন, একটি টর্চলাইট, বিভিন্ন ধরনের প্লাস্টিকের পানির পাইপ প্রভৃতি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া দ্রব্যাদির মোট দাম ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা।

এজাহারে আরো উল্লেখ করা হয়, গত রবিবার সকাল পৌনে ১১টার দিকে অফিস সহায়ক আল আমিন ফকির ও অফিস সহায়ক আনিস গিয়ে দেখেন যে, গোধূলীর প্রধান ফটক ভাঙা। তখন অফিস সহায়কদ্বয় বিষয়টি বিচারককে জানান। পরে বিচারক বাসায় গিয়ে তা প্রত্যক্ষ করেন। 

মামলার বাদী আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেছেন, চুরির ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অজ্ঞাতদের আসামি করে এটি মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেছেন, চুরির ঘটনায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়