দুই ভাইয়ের বিরোধ মীমাংসা করতে গিয়ে যুবক খুন
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের সিংড়ায় দুই ভাইয়ের বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মিঠুন আলী (৩৩) নামের এক যুবক।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিংড়া উপজেলার পেট্রোবাংলা এলাকায় মিঠুনকে ছুরিকাঘাত করা হয়। মিঠুন আলী একই উপজেলার বিয়াশ আদিমপুর গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, পেট্রোবাংলা এলাকার দুই ভাই নিশান ও নিক্সনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে নিশানের শ্যালক মিঠুন বিষয়টি মীমাংসার জন্য সেখানে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিঠুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নিক্সন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি মমিনুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযুক্ত নিক্সনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা/আরিফুল/রফিক