মসজিদের ছাদ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরের হাইমচরে মসজিদের ছাদ থেকে দুলাল মেলকার (৪০) নামে এক রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হাইমচর উপজেলা পরিষদের মসজিদের ছাদ পরিষ্কারে গিয়ে ইমাম ও পরিচ্ছন্নতাকর্মী মরদেহটি দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত দুলাল উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের হাসেম মেলকারের ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে দুলালকে এলাকায় দেখা যায়নি। বৃহস্পতিবার মসজিদের ছাদে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
হাইমচর থানার ওসি শাহ আলম বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর কারণ প্রাথমিকভাবে নির্ণয় করা যাচ্ছে না। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’
ঢাকা/অমরেশ/রাজীব