ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে ব্রিজের নিচে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:০৬, ৫ নভেম্বর ২০২৫
টেকনাফে ব্রিজের নিচে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ

মো. ইউনুছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ব্রিজের নিচ থেকে সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচকে আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার হয়। ইউ‌নুছ সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।  

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তারা ব্রিজের নিচে ছড়ার পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। মরদেহের পরনে ছিল প্যান্ট, তবে গা খালি ছিল। 

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, “পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”

গত ৮ জুলাই কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় কামাল উদ্দিন দুর্জয় নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছিল।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়