ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৩৬, ৭ নভেম্বর ২০২৫
রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

ফাইল ফটো

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর চুঙ্গাতলা এলাকায় রাজশাহী-পাবনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (২৫) ও বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। সে সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান। মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘‘ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে ক্লিনিকে নেওয়ার পরে মারা যান। ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়