নাটোর-১
মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন বিএনপির টিপু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু
আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী তালিকায় ফারজানা শারমিন পুতুলের নাম চূড়ান্ত করলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় নাটোর-১ আসনে ফারজানা শারমিন (পুতুল) দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ফারজানা শারমিন (পুতুল) বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “যদি পুতুলের মনোনয়ন চূড়ান্ত করা হয়, তবে আমরা আর অপেক্ষা করব না, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন লড়ব। জনগণের ভালোবাসা আর নেতাকর্মীদের শক্তি নিয়েই মাঠে নামব।”
তিনি অভিযোগ করে বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে কোথাও ছিলেন না। রাজপথে যারা ছিলেন, যারা দলের পতাকা বাঁচিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে একজন অনুপস্থিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার।”
অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো। তারেক রহমান আমার ভাই ও নেতা। জিয়াউর রহমানের যতবার নাম নিয়েছি, ততবার আল্লাহর নাম নিলে জান্নাতের কাছাকাছি চলে যেতাম। অথচ, আজ যিনি মনোনয়ন পাচ্ছেন, তিনি দলীয় নেতাদের নামও উচ্চারণ করেন না।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার, যুবদল নেতা হানিফুর রহমান গেন্দা ও স্থানীয় নেতাকর্মীরা।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “টিটু যে বক্তব্য দিয়েছেন, তা তার ব্যক্তিগত মতামত। দলের সঙ্গে ওই বক্তব্যের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বক্তব্যের দায়ভার টিটুকেই নিতে হবে।”
তিনি বলেন, “বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। বিএনপি একটি সংগঠিত রাজনৈতিক দল, এখানে কারো ব্যক্তিগত মতামতকে দলের অবস্থান হিসেবে গণ্য করা হয় না।”
ঢাকা/আরিফুল/মাসুদ