ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছে: মামুনুল হক

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫
নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছে: মামুনুল হক

খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নিপীড়ন–নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন উল্লেখ করে খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘‘এ দেশের ইসলামী আন্দোলনের নেতারা রক্ত দিয়েছেন, ফাঁসির কাস্টে উঠেছেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি।’’ 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সব কথা বলেন।

মামুনুল হক অভিযোগ করে বলেন, ‘‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হওয়ার পরও বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি কিরণরা আবারো নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছে। বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।’’ 

তিনি আরো বলেন, ‘‘আগামী নির্বাচন শুধু প্রতীক নির্বাচন নয়, এটি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে এক ধরনের গণভোটও।’’ তাই আট দলের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে দলীয় প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

খেলাফতে মজলিসের আমির বলেন, ‘‘জুলাই সনদকে কেন্দ্র করে দেশ এখন দুই শিবিরে বিভক্ত। একটি পক্ষ যেকোনোভাবে সনদ ও রাষ্ট্রীয় সংস্কারের কাজ ব্যাহত করতে চায়। তারা ধরে নিয়েছে, বিগত সময়ে যেভাবে একদলীয় শাসন চলেছে, ভবিষ্যতেও তাই হবে। বাংলার মানুষ এবার তাদের প্রত্যাখ্যান করবে।”
 

ঢাকা/রাহাত/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়