চট্টগ্রামে বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৯০ লাখ টাকা মূল্যের ৮০০ কার্টন বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল সিগারেট উদ্ধারের তথ্য জানান। তিনি জানান, বিমানবন্দরের অ্যারাইভাল হল এলাকায় নজরদারির সময় ৬টি লাগেজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে লাগেজগুলো খুলে তল্লাশি করা হলে সেগুলোর ভিতর বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়।
লাগেজগুলোর কোনো দাবিদার বা মালিক শনাক্ত না হওয়ায় এসব মালামাল পরিত্যক্ত ঘোষণা করে জব্দ করা হয়। লাগেজের ভিতর থেকে ৮০০ কার্টন সিগারেট পাওয়া যায়। যার মাধ্যমে রাজস্ব আয়ের পরিমাণ হবে ৯০ লাখ টাকা।
ঢাকা/রেজাউল/বকুল