ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৩, ৬ ডিসেম্বর ২০২৫
মানিকগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 

প্রতীকী ছবি। (এআই তৈরি)।

মানিকগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা চাচাত ভাই। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড এলাকা দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে তারা ডুবে যায়।

নিহতরা হলো, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)।

আরো পড়ুন:

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে যানা যায়, সকালে বাড়ির পাশের মাঠে দুই শিশু খেলছিল। সবার অজান্তে মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। মাঠে না দেখতে পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা/চন্দন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়