কক্সবাজার-৪
২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা ২২ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর স্ব পদ থেকে পদত্যাগ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কাছ থেকে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নেন।
নুর আহমদ আনোয়ারী বলেন, “একটানা ২২ বছর দায়িত্বে ছিলাম, আমি আমার হোয়াইক্যংবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে সম্মান দিয়েছেন তা অতুলনীয় এবং আমি ঋণী তাদের প্রতি। ইনশাআল্লাহ নতুন এই যাত্রায় অতীতের মতো তারা আমার পাশে থাকবেন।”
তিনি আরো বলেন, “হোয়াইক্যংবাসীর কল্যাণে যেভাবে কাজ করেছি, ঠিক একইভাবে আরো বৃহৎপরিসরে উখিয়া ও টেকনাফের আপমর জনসাধারণের জন্য নিজেকে আগামীতে নিবেদিত করতে চাই, আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।”
২০০৩ সালে প্রথমবার নির্বাচিত হয়ে টানা চার মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন।
এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, তিনিও কয়েকদিন আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা/তারেকুর/মাসুদ