ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার দুটি আসন ঢাকা-৩ ও ঢাকা-২ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন। তাদের মধ্যে ঢাকা-৩ আসন থেকে ১৩ জন এবং ঢাকা-২ আসন থেকে তিনজন মনোনয়নপত্র নিয়েছেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই কেরানীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম ও গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সমর্থিত সংগঠনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরো পড়ুন: নির্বাচন ঘিরে সরগরম কেরাণীগঞ্জের রাজনীতি
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ঢাকা-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. নাজিমউদ্দিন, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পল, গণফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রওশন ইয়াজদানী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- ইসলামী আন্দোলন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ মীরেরবাগ এলাকার গৃহবধূ তাহমিনা রহমান, বাংলাদেশ খেলাফত মজলিমের মো. শোয়াইব মাহমুদ ও গণধিকার পরিষদের মো. সাজ্জাদ।
ঢাকা-২ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য প্রকৌশলী মো. তৌফিক হাসান ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ঢাকা-২ ও ঢাকা-৩ আসন থেকে এখন পর্যন্ত মোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ঢাকা/শিপন/মাসুদ