বাড়লো গুচ্ছের ভর্তি আবেদনের সময়সীমা
ইবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৬ দিন বাড়ানো হয়েছে। সম্প্রতি অনলাইনে (জুম মিটিং) অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয় কোর কমিটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, “আগের ঘোষণা অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারতেন। তবে পরবর্তীতে কোর কমিটির সভায় আবেদনের সময়সীমা আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।”
আগামী ২৭ মার্চ ২০২৬ ‘সি’ ইউনিট (বাণিজ্য), ৩ এপ্রিল ২০২৬ ‘বি’ ইউনিট (মানবিক) ও ১০ এপ্রিল ২০২৬ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা/তানভীর/জান্নাত