ভালোবাসার অনন্য নজির গড়লেন অ্যানিটা ও টিম মুটো
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অ্যানিটা উইং লি এবং টিম মুটো দম্পতির যুগল ছবি। প্রশ্ন উঠেছে টিম মুটোর উচ্চতা নিয়ে। এ বিষয়ে চমৎকার বক্তব্য দিয়েছেন অ্যানিটা উইং লি। ‘‘ভালোবাসার জন্য ওজন, উচ্চতা, জাতীয়তা, চেহারা—এসবের কোনো কিছুতেই কিছু যায় আসে না। ভালোবাসার জন্য গুরুত্বপূর্ণ হলো মানুষটার হৃদয় আপনাকে টানছে কি না…’’— ‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে লেখক অ্যানিটা উইং লি এসব কথা বলেছেন।
অ্যানিটা উইং লি পেশায় লেখক এবং কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা। তিনি কানাডীয়। তবে নিজেকে বিশ্বনাগরিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। অন্যদিকে টিম মুটোর পূর্বপুরুষ আফ্রিকায় হলেও তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। টিম পেশায় ব্যবসায়ী।
অ্যানিটার সঙ্গে টিমের পরিচয় ২০২১ সালে। অ্যানিটার এক বন্ধুর মাধ্যমে, এক জন্মদিনের পার্টিতে। তখন থেকে তারা কেবলই বন্ধু ছিলেন। ২০২৩ সালের নভেম্বরে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার অ্যানিটা, ৪ ফুট উচ্চতার টিমকে বলেন, ‘‘আমার মনে হয়, সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি।’’
২০২৪ সালের সেপ্টেম্বরে এই জুটির বাগ্দান হয়। ২০২৫ সালের জুনে বিয়ে করলেও ডিসেম্বরে ভাইরাল এই জুটির বিয়ের ছবি।
২০২১ সাল থেকেই তারা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তে। এই জুটির বিয়ের ছবি কেবল অ্যানিটা উইং লির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই দেখা হয়েছে ১ কোটির বেশিবার। ছবির নিচে ১ মিলিয়নের বেশি হৃদয়চিহ্ন দিয়েছে নেটিজেনরা।
এদিকে টিম মুটো বলেন, ‘‘সময়ের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একে অন্যের প্রতি টান বেড়েছে। সম্পর্কটা প্রাকৃতিকভাবেই বিয়েতে গড়িয়েছে।’’
বিয়ের পর এই দম্পতি সংসার পেতেছেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকেই চালিয়ে নিচ্ছেন দুজনের পেশাগত কাজ।
ঢাকা/লিপি