ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় অস্ত্রসহ কিলার জাহিদ গ্রেপ্তার 

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৭ জানুয়ারি ২০২৬  
পাবনায় অস্ত্রসহ কিলার জাহিদ গ্রেপ্তার 

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশ অস্ত্রসহ কিলার জাহিদকে গ্রেপ্তার করে।

পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি অস্ত্র, গুলি উদ্ধার করা হয়।  

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত জাহিদ পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে নাজমুন্নাহারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ফ্ল্যাটের গেস্ট রুম থেকে জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় একটি দুই নলা ওয়ান শ্যুটার গান, একটি এক নলা ওয়ান শ্যুটার গান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো তলোয়ার, একটি ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশের ওসি আরো জানান, গ্রেপ্তার কিলার জাহিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার (১৭ জানুয়ারি) সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা মামলা, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কাটা মামলা, একাধিক মাদক মামলা রয়েছে। 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়