ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্তুত মঞ্চ, আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:২৪, ২২ জানুয়ারি ২০২৬
প্রস্তুত মঞ্চ, আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

ভোর হওয়ার আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল

ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নেমেছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে প্রস্তুত মঞ্চের সামনে অপেক্ষায় হাজারো নেতাকর্মী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে সমাবেশ। বেলা সাড়ে ১১টায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে আগে থেকেই মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি সেরে রাখা হয়েছে। 

আরো পড়ুন:

স্থানীয় বিএনপি নেতারা জানান, মাঠের উঁচু-নিচু অংশ সমান করতে রোলার ব্যবহার করা হয়েছে। পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পূর্ণ করা হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে।

সমাবেশ নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষা কমিটি মাঠজুড়ে কাজ করছে। প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখা হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় হলেও বিশৃঙ্খলা না ঘটে।

সরেজমিন দেখা যায়, ভোর হওয়ার আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে সভাস্থল। অনেকে রাত থেকেই সেখানে অবস্থান করছেন। দূরদূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মী শামিয়ানার নিচে বসে খাচ্ছেন, কেউ কেউ ত্রিপল বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন। 

মাঠের ভেতরে-বাইরে বিএনপির দলীয় পতাকা, জিয়াউর রহমানের ছবিসংবলিত মাফলার, প্লাস্টিকের ধানের শীষ এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যাজ বিক্রি করতে দেখা গেছে। দলীয় এসব সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করছেন আগত নেতাকর্মীরা। কেউ দলীয় পতাকা কিনছেন, কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে ধানের শীষের চাদর।

এছাড়া, সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি-মনোনীত প্রার্থীদের সমর্থকরা তাঁদের নামসংবলিত টি-শার্ট ও টুপি পরে ঘুরছেন। খণ্ড খণ্ড মিছিল একের পর এক মাঠে ঢুকছেন।

সমাবেশস্থলে উপস্থিত সুনামগঞ্জ সদর থেকে আসা বিএনপি এমপি প্রার্থী কামরুল ইসলাম বলেন, “তারেক রহমানের জন্য মঞ্চের সব প্রস্তুতি শেষ। সকাল থেকেই মানুষের ঢল নামছে। এমন ভিড় অনেক দিন পর দেখছি।” 

আলিয়া মাদ্রাসা মাঠে ভোর থেকেই অবস্থান নেওয়া গোলাপগঞ্জ থেকে আসা লুতফুর রহমান বলেন, “রাতেই আমরা এখানে চলে এসেছি। শুধু একবার তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্যই এই অপেক্ষা। এত মানুষের ভিড় দেখে বোঝা যায়, মানুষের আগ্রহ কতটা।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

তারেক রহমানের আগমনকে ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো। নগরজুড়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। সেনাবাহিনীর গাড়ীও টহল দিচ্ছে শহরজুড়ে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।

সফর সূচির তথ্য অনুযায়ী সিলেটের জনসভা শেষ করে ঢাকার পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুরে খেলার মাঠে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জেও নির্বাচনী সমাবেশে তার অংশ নেওয়ার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত আনুমানিক ১০টার দিকে গুলশানে অবস্থিত নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।

ঢাকা/রাহাত/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়