ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যান্ত্রিক ত্রুটিতে সেন্টমার্টিনে আটকে পড়ে কর্ণফুলী, ৪ ঘণ্টা পর যাত্রা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:২৪, ২২ জানুয়ারি ২০২৬
যান্ত্রিক ত্রুটিতে সেন্টমার্টিনে আটকে পড়ে কর্ণফুলী, ৪ ঘণ্টা পর যাত্রা

সেন্টমার্টিন জেটিঘাটে বুধবার বিকেলে আটকা পড়ে এমবি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ।

সেন্টমার্টিন জেটিঘাটে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকবাহী জাহাজ এমবি কর্ণফুলী এক্সপ্রেস প্রায় চার ঘণ্টা আটকা পড়ে। পরে ত্রুটি মেরামত শেষে জাহাজটি পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জাহাজটির সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে যাত্রা করতে না পারায় জেটিঘাটে অবস্থানরত শত শত পর্যটক চরম ভোগান্তিতে পড়েন।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা জয়নাল উদ্দিন বলেন, ‍“দীর্ঘ সময় জাহাজ আটকে থাকায় পর্যটকদের মধ্যে হতাশা ও উৎকণ্ঠা দেখা দেয়। নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।”

সেন্টমার্টিন ট্যুরিস্ট পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সজীব চন্দ্র সরকার জানান, বিকেলে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এমবি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি জেটিঘাটে আটকা পড়ে। প্রয়োজনীয় মেরামত শেষে রাত আনুমানিক ১০টার দিকে জাহাজটি পর্যটক নিয়ে কক্সবাজারে রওনা দেয়।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়