ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়াল বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২২ জানুয়ারি ২০২৬  
লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়াল বার্সা

লামিনে ইয়ামাল নিষেধাজ্ঞার কারণে দলে না থাকলেও বার্সেলোনার জয়ের মিছিলে কোনো ছেদ পড়েনি। বুধবার রাতে জমাট ও রোমাঞ্চকর এক লড়াইয়ে প্রাগের কনকনে ঠান্ডায় স্লাভিয়া প্রাগকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সা। দশ মিনিটের মাথায় কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। তবে ফার্মিন লোপেজের জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসে জাভি হার্নান্দেজের দল। বিরতিতে যাওয়ার আগে আবার সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে দানি ওলমো ও রবার্ট লেভানডোভস্কির গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।

ম্যাচের শুরুতেই আগ্রাসী ছিল স্লাভিয়া প্রাগ। টমাস খোরির হাফ-ভলি অল্পের জন্য বার্সার জাল খুঁজে পায়নি। তবে দশ মিনিটে কর্নার থেকে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। টমাস হোলেসের ফ্লিক করা বল পিছনের পোস্টে পৌঁছালে পড়ে গিয়েও বলটি জালে জড়িয়ে দেন ভাসিল কুসেইজ।

গোল খেয়ে কিছুটা নড়বড়ে হয়ে পড়া বার্সা ধীরে ধীরে ম্যাচে ফেরে। ৩৪ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সমতায় ফেরান ফার্মিন লোপেজ। রাফিনিয়ার ব্যাকহিল পাসে ফ্রেঙ্কি ডি ইয়ং বল বাড়ান লোপেজের দিকে। টাইট অ্যাঙ্গেল থেকে নিখুঁত শটে গোলরক্ষক জিন্দরিখ স্তানেককে পরাস্ত করেন তরুণ মিডফিল্ডার।

এরপর ৪২ মিনিটে আবারও লোপেজের ঝলক। পেদ্রির তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জড়ান জালে। প্রথমবারের মতো লিড নেয় বার্সা।

তবে বিরতির আগে আবারও কর্নারে ভুগতে হয় অতিথিদের। হোলেসের হেড লেভানডফস্কির গায়ে লেগে ঢুকে যায় জালে। আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্লাভিয়া প্রাগ।

দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় বার্সা। পেদ্রি ও লোপেজের শট ঠেকিয়ে দলকে বাঁচান স্তানেক। তবে একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটের পর মাঠে নামেন মার্কাস রাশফোর্ড। আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।

৬৮ মিনিটে রাশফোর্ডের তৈরি করা আক্রমণের পর বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় স্লাভিয়া। সুযোগ পেয়ে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে গোল করেন দানি ওলমো। কয়েক মিনিট আগেই পেশির চোটে পেদ্রি মাঠ ছাড়ায় বদলি হিসেবে নামা ওলমো নিজের আগমনটা স্মরণীয় করে রাখেন।

এরপর শেষ দিকে আবারও রাশফোর্ডের ঝলক। বাঁ দিক দিয়ে দৌড়ে বাইলাইন থেকে বল কাটব্যাক করেন তিনি। প্রথম শটে ঠিকঠাক সংযোগ করতে না পারলেও পরে দ্রুত ভলিতে বল জালে পাঠান লেভানডোভস্কি। চলতি চ্যাম্পিয়নস লিগে এটিই তার প্রথম গোল।

শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। কঠিন এই অ্যাওয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার পথে নিজেদের অবস্থান আরও শক্ত করল স্প্যানিশ জায়ান্টরা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়