ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিশোধিত মূলধন বাড়াবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২২ জানুয়ারি ২০২৬  
পরিশোধিত মূলধন বাড়াবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পরিচালনা পর্ষদ তাদের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ সমপরিমাণ টিয়ার–১ মূলধন সংগ্রহ করা হবে, যার আর্থিক পরিমাণ প্রায় ৩৪৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্তটি কার্যকর হবে।

তথ্য মতে, ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা জোরদার এবং আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে টিয়ার–১ মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিয়ার–১ মূলধন ব্যাংকের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়, যা আর্থিক ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাজার সংশ্লিষ্টদের মতে, টিয়ার–১ মূলধন বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে ঋণ সম্প্রসারণ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূলধন পর্যাপ্ততার মানদণ্ড বজায় রাখাও সহজ হবে।

এদিকে, ব্যাংকটি সম্প্রতি তার আর্থিক সূচক ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। টিয়ার–১ মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়