ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩১, ২২ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সিলেট আলেম–ওলামা ও আধ্যাত্মিক সাধকদের পুণ্যভূমি। হযরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই ভূমি থেকেই বারবার অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে। আজও সেই প্রতিবাদের ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে।”

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছে। একটি বিভ্রান্তিকর ও অনির্বাচিত ব্যবস্থা চাপিয়ে দিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করা হয়নি। বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছে। স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকাকে মর্যাদার সঙ্গে সমুন্নত রাখাই আমাদের দায়িত্ব।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জনগণের শক্তিতেই এই সংকটের উত্তরণ সম্ভব।”

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়