নির্বাচনি প্রচারে পঞ্চগড় যাচ্ছেন জামায়াতের আমির
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের সমাবেশের জন্য প্রস্তুত করা হচ্ছে পঞ্চগড় চিনিকল মাঠ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ডা. শফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনি অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
জামায়াত আমিরের আগমন ঘিরে বুধবার রাতে পঞ্চগড় শহরে দলটির স্থানীয় নেতাকর্মীরা স্বাগত মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একইদিন দুপুরে জেলা জামায়াত তাদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, “দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামি জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পঞ্চগড়ের জনসভা থেকে আমরা মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা তুলে ধরব।”
ঢাকা/নাঈম/মাসুদ