ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৯

স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রচার শুরু এনসিপি প্রার্থীর

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫৩, ২২ জানুয়ারি ২০২৬
স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রচার শুরু এনসিপি প্রার্থীর

এনসিপি-জামায়াত জোটের প্রার্থী দিলশানা পারুল

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন এনসিপি-জামায়াত জোটের প্রার্থী দিলশানা পারুল। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নির্বাচনি অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

আরো পড়ুন:

দিলশানা পারুল বলেন, “জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, জুলাইয়ে যারা আহত হয়েছেন-তাদের সবাইকে আমরা স্মরণ করেছি। আজ শ্রদ্ধাভরে আমি স্মরণ করতে চাই বাংলাদেশ স্বাধীন করার জন্য ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন, সেই সব মুক্তিযোদ্ধাদের। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই সব মহান আত্মাদের।”

তিনি জানান, বৃহস্পতিবার সকালেই জোটের প্রার্থী হিসেবে এনসিপিকে সমর্থন দিয়ে সরে যাওয়া জামায়াত নেতা আফজাল হোসেনের দোয়া নিয়ে প্রচার শুরু করেছেন তিনি।

সাংবাদিকদের তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। জামায়াত নেতা আফজাল হোসেন একজন বিজ্ঞ ও শ্রদ্ধাশীল নেতা হিসেবে সাভার-আশুলিয়ায় ব্যাপকভাবে পরিচিত। তার দোয়া নিয়েই মাঠে নামাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন দিলশানা পারুল।

নির্বাচনি অঙ্গীকার প্রসঙ্গে দিলশানা পারুল বলেন, “সাভার ও আশুলিয়াবাসীর জীবনমান উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। সাভার ও আশুলিয়ায় যে সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজি চলছে, তা বন্ধ করাই হবে আমার প্রথম ম্যান্ডেট। নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু করব।” 

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে তিনি উল্লেখ করেন, রাস্তাঘাটের ময়লার ভাগাড় পরিষ্কার করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি। পাশাপাশি জামগড়সহ চলাচলের অনুপযোগী সড়কগুলো সংস্কার করাকেও তিনি অন্যতম প্রধান ম্যান্ডেট হিসেবে উল্লেখ করেন।

বংশী ও তুরাগ নদীর দূষণ নিয়েও কথা বলেন দিলশানা পারুল। তিনি জানান, এই দুই নদীর দূষণ বন্ধে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে নদীর দুই পাড়ে সাভার-আশুলিয়াবাসী পরিবার ও শিশুদের নিয়ে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারেন।

শিল্পাঞ্চল হিসেবে সাভার-আশুলিয়ার গুরুত্ব তুলে ধরে এনসিপি-জামায়াত জোটের এই প্রার্থী জানান, এলাকাটিকে শ্রমিকবান্ধব ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে চান। “শ্রমিক, মালিক ও রাজনৈতিক নেতৃত্ব সম্মিলিতভাবে একটি নিরাপদ ও মানসম্মত জীবন নিশ্চিত করতে চাই”, বলেন তিনি।

দিলশানা পারুল জানান, এদিনের কর্মসূচি ছিল এনসিপির একটি সাংগঠনিক কার্যক্রম। সে কারণে জোটের অন্য দলগুলোর আলাদা আনুষ্ঠানিক অংশগ্রহণ না থাকলেও কেন্দ্রীয় পর্যায় থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

নিজের জয়ের সম্ভাবনা নিয়ে এই প্রার্থী জানান, মাঠে নামার পর জনগণের সাড়া তাকে আশাবাদী করেছে। 

ঢাকা/সাব্বির/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়