ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪১, ২২ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি জনসভায় যাওয়ার পথে তার সমর্থকরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ হামলা হয়। আহতরা হলেন—উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু ও ধনঞ্জয় গ্রামের শহিদুল ইসলাম। তাদের মধ্যে আনোয়ার হোসেন কালুর এক হাত ভেঙে গেছে।

আরো পড়ুন:

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেছেন, বৃহস্পতিবার সরকারি ভূষণ স্কুল মাঠে প্রথম নির্বাচনি সভার আয়োজন করা হয়েছে। সেখানে আসার পথে রামচন্দ্রপুর বাজার এলাকায় তার সমর্থকের ওপর হামলা চালানো হয়েছে। এতে তার দুই সমর্থক আহত হয়েছেন। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। 

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়