ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২২ জানুয়ারি ২০২৬  
ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলে সিএসইতে বেড়েছে।একইসঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে, বৃহস্পতিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়।তবে দুপুর ১টা ২০ মিনিটের দিকে সূচক পতনমুখী অবস্থানে চলে আসে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.২৫ পয়েন্ট কমে ১ হাজার ২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির।

এদিন, ডিএসইতে মোট ৫৩৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১০.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮২৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৭২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৫৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.২৬ পয়েন্ট কমে ৮৬৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯.২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

এদিন সিএসইতে ১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়