ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বোর্ড অব পিস’-এ স্বাক্ষর করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২২ জানুয়ারি ২০২৬  
‘বোর্ড অব পিস’-এ স্বাক্ষর করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে তার  ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তির বোর্ড’ সংস্থার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এই সংস্থার যোগদান চুক্তিতে স্বাক্ষর করেছেন। 

অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “শান্তির বোর্ড’ ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ‘এটি সুন্দরভাবে চলছে।’

আরো পড়ুন:

তিনি বলেছেন, “আমাদের একটি দুর্দান্ত দল ও তরুণ রয়েছে যারা ভিতর থেকে এটিকে নেতৃত্ব দিচ্ছে।”

স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের মধ্যে খুব কম সংখ্যক সদস্য রয়েছে।

তবে ট্রাম্প এই ‘শান্তির বোর্ডে’ যোগদানকারী দেশগুলো সম্পর্কে বলেছেন, “আমি আসলে এই দলটিকে পছন্দ করি। আমি তাদের প্রত্যেককে পছন্দ করি। আপনি কি বিশ্বাস করতে পারেন? সাধারণত আমার কাছে এমন দুই বা তিনজন আছে যাদের আমি পছন্দ করি না। আমি তাদের এখানে খুঁজে পাই না।”

ট্রাম্প গাজার সংঘাতের জন্য একটি শান্তি পরিকল্পনার কাজ তুলে ধরে বলেন, “আমরা গাজার সংঘাতের স্থায়ী অবসানের জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেছি এবং আমি আনন্দের সাথে বলতে চাই যে আমাদের দৃষ্টিভঙ্গি গত বছরের শেষের দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান গাজা পুনর্নির্মাণ এবং বিশ্বব্যাপী সংঘাত সমাধানের দায়িত্বপ্রাপ্ত বোর্ডটি জাতিসংঘের সাথে কাজ করুক। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়