১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরেছে: আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সারা দেশের মতো কুষ্টিয়াতে নির্বাচনি প্রচার শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনেই নিজ নিজ নির্বাচনি এলাকার পথে-প্রান্তরে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা।
পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আমির হামজা। এ সময় তিনি নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।
মুফতি আমির হামজা বলেন, “আজকে আমাদের দেশে ১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। এতদিন আমরা নির্বাচনের পরিবেশে ছিলাম না। শুধু নামে নির্বাচন হয়েছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি।”
তিনি বলেন, “আমরা আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলবাজ, চাঁদাবাজমুক্ত করার জন্যে লড়াইয়ে অংশগ্রহণ করেছি। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা দেশকে নির্যাতন ও অত্যাচারমুক্ত করার জন্য, দেশি-বিদেশি যড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য সবাই মিলে চেষ্টা করি।”
একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুরে তার বাবার কবর জিয়ারতের মাধ্যমে সবার দোয়া চেয়ে নির্বাচনি গণসংযোগ শুরু করেন। গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। এ সময় কুষ্টিয়ার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী।
বেলা ১১টায় বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিরপুর উপজেলার নওপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়ায় ভোটার মোট ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।
ঢাকা/কাঞ্চন/রফিক