ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৭, ২২ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: তারেক রহমান

সভামঞ্চে উপবিষ্ট তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অনেকেই বলে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলব, এবার তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামায়াতে ফজরের নামাজ পড়ে তারপর সকাল সাতটায় ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “এরই ভেতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেছে। কিন্তু একটা রাজনৈতিক দল সবগুলো পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। সজাগ থাকতে হবে। আগে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এখন তারা সেভাবে ভোট দখলের চেষ্টা করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। শুধু সজাগ না সতর্ক থাকতে হবে।”

তিনি আরো বলেন, “একই সাথে একটা রাজনৈতিক দল অনেক সময় বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার আমাদের দেখেন। ৭১’ সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সেদিন ওই রাজনৈতিক দল কাদের পক্ষ নিয়েছিল? যারা এই দেশকে স্বাধীন হতে দিতে চায়নি। এ কারণে এদেশের বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু নারী ইজ্জত হারিয়েছেন। নতুন করে তাদের দেখার কিছু নাই। একমাত্র রাস্তা হলো জনগণের শাসন কায়েম করা, যারা এই দেশের মানুষের কাছে জবাব দিতে বাধ্য থাকবে।”

তারেক রহমান বলেন, “এই দেশের মালিক জনগণ। বাংলাদেশের ২০ কোটি মানুষ, এই ২০ কোটি মানুষই এ দেশের মালিক। ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করতে হবে। তা না হলে যার যা অধিকার সেটা থেকে বঞ্চিত হবে।”

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি বলেন, “শুধু তাই নয়, এই এলাকায় অনেকগুলো চা বাগান আছে। সেই চা বাগানের নারী-শ্রমিকদের পাশাপাশি গ্রামাঞ্চলে যে মা-বোনদের সংসার চালাতে কষ্ট হয়, আপনারা যদি ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করেন তাহলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে সরকারি সহায়তার মাধ্যমে ভালোভাবে সংসার পরিচালনা করতে পারবেন। বিএনপি নির্বাচিত হলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানির ব্যবস্থা করা হবে।”

কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, “সরকার থেকে ব্যবস্থা করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে সার, ওষুধ, বীজ সহজেই পাবেন। কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। ধানের শীষকে জয়যুক্ত করলে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের কাজ হলো ধানের শীষে সিল মারতে হবে।”

সভায় হবিগঞ্জের চারটি নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ দলের তৃণমূল নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ঢাকা/মামুন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়