ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি প্রচারের প্রথম দিন: বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৩, ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনি প্রচারের প্রথম দিন: বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারের প্রথম দিন ৫টি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

আরো পড়ুন:

তিনি বলেন, “নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আজ থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হয়েছে।এই প্রচারের মূল লক্ষ্য হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নীতিমালা বিষয়ে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে সর্বস্তরের মানুষের মতামত যুক্ত করা।”

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন জানান, প্রথম কর্মসূচি ‘তারেক রহমানকে পরামর্শ দিন’। এর মাধ্যমে দেশের মানুষের কাছ থেকে সরাসরি মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে। আজ থেকেই সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিউআর কোড স্ক্যান করে যে কেউ নিজের মতামত ও পরামর্শ সরাসরি তারেক রহমানের কাছে পাঠাতে পারবেন।

দ্বিতীয় কর্মসূচি ‘লেটার টু তারেক রহমান’। এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা চিঠি, ই-মেইল কিংবা অনলাইনের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশা জানাতে পারবেন। চিঠি পাঠানো যাবে গুলশান-২ এর নির্ধারিত ঠিকানায় এবং ই-মেইল করা যাবে [email protected] | পাশাপাশি ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইটের মাধ্যমেও মতামত দেওয়ার সুযোগ থাকছে।

তৃতীয় কর্মসূচি গ্রুপ-facebook.com/LetterToTariqueRahman নামে একটি ওয়েব অ্যাপ। মাহ্দী আমিন জানান, ইতোমধ্যে এই অ্যাপের মাধ্যমে সারা দেশ থেকে তিন লক্ষাধিক মানুষ বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনা নিয়ে মতামত দিয়েছেন।

চতুর্থ কর্মসূচি ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। নির্বাচনি প্রচারের শুরুতে সিলেট সফরের অংশ হিসেবে তারেক রহমান স্থানীয় তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও যুব ক্ষমতায়ন নিয়ে সেখানে খোলামেলা আলোচনা হয়।

পঞ্চম কর্মসূচি হিসেবে বিএনপির বিভিন্ন সেক্টরভিত্তিক নীতিমালা নিয়ে তৈরি আটটি লিফলেট প্রচারের কথা জানান মাহ্দী আমিন। তিনি বলেন, “বিএনপি নীতিনির্ভর রাজনীতিতে বিশ্বাস করে এবং ভিশন-২০৩০, ২৭ দফা ও ৩১ দফার ধারাবাহিকতায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে।”

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়