ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাভেদ পাকিস্তানি হলেও মনেপ্রাণে বাংলাদেশকে ভালোবাসতেন: সোহেল রান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২১ জানুয়ারি ২০২৬  
জাভেদ পাকিস্তানি হলেও মনেপ্রাণে বাংলাদেশকে ভালোবাসতেন: সোহেল রান

ইলিয়াস জাভেদ, সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। প্রিয় এই শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন একাধিক তারকা। দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। 

ইলিয়াস জাভেদকে স্মরণ করে সোহেল রানা বলেন, “জাভেদ আমার খুব কাছের বন্ধু ছিল। সে আমার অনেক সিনেমার নৃত্যপরিচালক ছিল। এমনকি, আমার একটি সিনেমায় অভিনয়ও করেছিল।” 

আরো পড়ুন:

ইলিয়াস জাভেদ দেশকে ভীষণ ভালোবাসতেন। তা স্মরণ করে সোহেল রানা বলেন, “জাভেদ একজন পাকিস্তানি হলেও সে এই দেশকে মনেপ্রাণে ভালোবাসতেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত এ দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন। শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে কখনো ভুলব না।” 

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেতা ইলিয়াস জাভেদ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। এদিন, বাদ আসর বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উত্তরা ১২ নম্বর সেক্টরের বড় মসজিদের পাশের কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’–এর মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইলিয়াস জাভেদের। এরপর প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল নৃত্য পরিচালক হিসেবেও কাজ করেছেন।

ইলিয়াস জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত সিনেমার মধ্যে ‘নিশান’ বিশেষভাবে পরিচিত।

১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরে পরিবারসহ পাঞ্জাব অঞ্চলে বসবাস শুরু করেন। ব্যক্তিজীবনে ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গুণী শিল্পী।

বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে ইলিয়াস জাভেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়