ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল-২ এ নির্বাচনি মাঠে আট প্রতিদ্বন্দ্বী

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২২ জানুয়ারি ২০২৬  
বরিশাল-২ এ নির্বাচনি মাঠে আট প্রতিদ্বন্দ্বী

বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বী আট প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন আটজন প্রার্থী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নেমেছেন।

উজিরপুর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বরিশাল-২ আসনের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং তারা সেই সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তবে আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন:

বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন; বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম. এ. জলিল, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী সাহেব আলী।

উল্লেখ্য, বরিশাল-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পোস্টাল ভোটার রয়েছেন ৫ হাজার ১০২ জন।
 

ঢাকা/পলাশ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়