ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২১ বছর পর সিলেটে তারেক রহমান, বৃহস্পতিবার প্রচার শুরু  

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪৫, ২১ জানুয়ারি ২০২৬
২১ বছর পর সিলেটে তারেক রহমান, বৃহস্পতিবার প্রচার শুরু  

সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান।

২১ বছর পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। এ জন্য আজ বুধবার (২১ জানুয়ারি) তিনি সিলেট আসছেন। 

তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে পুরো বিভাগ উৎসবমুখর। থানা, জেলা ও বিভাগীয় সদরে কিছুক্ষণ পর পর প্রচার মিছিল বের হচ্ছে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও জোটভুক্ত দলগুলো মিছিল করছে। 

আরো পড়ুন:

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। তারেক রহমানের সভাস্থল ঘিরে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে। সিলেটের সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবে প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি) রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। তার সঙ্গে আসবেন কেন্দ্রীয় শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করবেন।  

এই জনসভার মধ্য দিয়ে শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার। এর আগে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। 

দলীয় নির্ভরযোগ্য আরেকটি সূত্রমতে, তারেক রহমান সিলেট পৌঁছে রাতেই মাজার জিয়ারত করতে পারেন। যেতে পারেন নগরীর দক্ষিণ সুরমাস্থ শ্বশুর বাড়িতেও। তারেক রহমানের ব্যবহৃত বুলেট প্রুফ বিশেষ গাড়ি আজ রাতেই সিলেট পৌঁছে যাবে। যে গাড়িতে করে সড়কপথে বিভিন্ন স্থানে সমাবেশ করে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

সিলেটের জনসভা শেষ করে মৌলভীবাজারের শেরপুরে এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ সব সমাবেশে সিলেট বিভাগের বিএনপি মনোনীত ও বিএনপির জোটভুক্ত প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে এবারও সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করছেন তারেক রহমান।

নির্বাচনি আচরণবিধি মেনে মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় কয়েকটি উপকমিটি কাজ করছে এবং সিলেটজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মহানগর পুলিশ ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেসব ভেন্যুতে যাবেন ও যেসব পথে চলাচল করবেন, সেখানে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা নজরদারি, রুট প্রটেকশন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পিকেট ডিউটি থাকবে। সিলেট নগরের প্রবেশপথে চেকপোস্ট, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা মাঠে থাকবেন বলে জানান এই কর্মকর্তা। 

ঢাকা/রাহাত/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়