ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২২ জানুয়ারি ২০২৬  
বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়া রনজিৎ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার ও ভারতের ৮৮ বিএসএফের আরকেওয়াদা কোম্পানি কমান্ডারের মধ্যে বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন:

বিজিবি জানায়, গত বুধবার ভোরে ভারতের বারাকা বিলে মাছ ধরার সময় ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন রনজিৎ। পরে নিয়ামতপুরের ধানসুরা বাজার এলাকায় আশ্রয় নেন তিনি। বিএসএফের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে জানালে তাকে উদ্ধার করা হয়।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় নাগরিককে উদ্ধারের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়