ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৯, ২২ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অনেকেই জিজ্ঞেস করেন, ‘হ্যাঁ’ এর প্রার্থী কে? আমি বলি, হ্যাঁ-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে—একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ। যেটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। যে ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করতে হবে। মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা না থাকলে গণঅভ্যুত্থান হতো না। জুলাই জাতীয় সনদ কোন ব্যক্তি বা সরকারের এজেন্ডা না, এটা সবার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী বলেন, এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে। ক্ষমতাসীনরা ইচ্ছেমত সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, যার ফলে বিচারের বাণী আর নীরবে নিভৃতে কাঁদবে না।

আলী রীয়াজ বলেন, জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে বাধা নেই।

তিনি আরো বলেন, দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে। দেশ সংস্কার করে সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ তে সিল দিতে হবে। গণভোটের মার্কা টিক চিহ্ন।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়