ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি প্রচারে সরগরম কুমিল্লা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২২ জানুয়ারি ২০২৬  
নির্বাচনি প্রচারে সরগরম কুমিল্লা

নির্বাচনি প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ৮০ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নেমেছেন। এতে জেলার নির্বাচনি মাঠে নতুন গতি এসেছে এবং সৃষ্টি হয়েছে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রার্থীরা গ্রাম থেকে গ্রাম, পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছেন। প্রচার, পথসভা, উঠান বৈঠক ও কবর জিয়ারতসহ নানা কর্মসূচিতে সরগরম হয়ে উঠেছে পুরো জেলা।

আরো পড়ুন:

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি দীর্ঘদিনের স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। নির্বাচনি প্রচারে সক্রিয় হয়ে উঠেছে সব রাজনৈতিক দলের স্থানীয় ইউনিট ও কর্মীসমর্থকেরা।

কুমিল্লা-১ আসনে প্রথম দিনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও প্রার্থী ডা. খন্দকার মোশাররফ হোসেন সকাল ১০টা থেকে মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে নির্বাচনি প্রচারে অংশ নেন। এ সময় দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

একই দিন সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজারে এক নির্বাচনি সমাবেশে অংশ নেন। সেখানে তিনি উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, একই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় মহানগর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের কাছে শান্তি, সুশাসন ও উন্নয়নের বার্তা পৌঁছে দেন।

সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, আগামী দিনগুলোতে প্রচার কার্যক্রম আরো জোরদার করা হবে। নির্বাচন ঘিরে কুমিল্লাজুড়ে রাজনৈতিক তৎপরতা আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

ঢাকা/রুবেল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়