শান্তি চুক্তির খুব কাছাকাছি রাশিয়া ও ইউক্রেন: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভ একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফেরামে দেওয়া এক ভাষণে ট্রাম্প ‘ইউক্রেন ইস্যুতে তার মধ্যস্থতার বড় এই অগ্রগতির’ দাবি করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে মার্কিন আলোচকদের একটি দল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন। খবর আরটির।
গত বছর ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে ওয়াশিংটন মধ্যস্থতা শুরু করে। এরপর থেকে মার্কিন কর্মকর্তারা রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছেন, যদিও এখন পর্যন্ত কোনো বড় ধরনের সাফল্য আসেনি। তা সত্ত্বেও, উভয় পক্ষ এই বৈঠকগুলোকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছে এবং কিছু অগ্রগতির কথা জানিয়েছে।
শান্তি প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি আমি বলতে পারি যে আমরা যথেষ্ট কাছাকাছি আছি।” তিনি আরো যোগ করেন, “আমার বিশ্বাস তারা (রাশিয়া ও ইউক্রেন) এখন এমন এক পর্যায়ে আছে যেখানে তারা ঐক্যমতে পৌঁছে একটি চুক্তিতে আসতে পারে।”
ঢাকা/ফিরোজ