ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫১, ২২ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

নিরাপত্তাশঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বিশ্বকাপে খেলা ও না খেলার সংকট নিরসনের উপায় খুঁজতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেছিলেন বৃহস্পতিবার বিকেলে।  ৩টার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ক্রিকেটাররা আসতে শুরু করেন। এরপর হাজির হন ক্রীড়া উপদেষ্টা৷ জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব ক্রিকেটার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ছিলেন সভায়।

আরো পড়ুন:

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। 

তার ভাষ্য, ‘‘আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যেই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই। এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে। যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে, উগ্রবাদীদের কাছে মাথা নত করে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে- সোজা কথা, বের করে দিতে বলেছে।’’

পাশে থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে যোগাযোগ করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও তৈরি, আমাদের দল তৈরি আছে।’’

বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ বুধবার (২১ জানুয়ারি) খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটাভুটিতে। নিজের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। মোট ১৬ সদস্য দেশের ভোটের ১৪টিই গেছে বাংলাদেশের বিপক্ষে।

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বাংলাদেশ- এমন সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশের সরকার এবং বিসিবি ক্রিকেটারদের সঙ্গে কোনো বিষয় নিয়ে এখনো আলোচনা করেনি। 

আইসিসির ভোটাভুটিতে অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এই আলোচনায় বসার অন‌্যতম কারণ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা দেওয়া। অবশ্য সেখানে ক্রিকেটারদের ইচ্ছা, অনিচ্ছার কথাও শোনা হয়।

বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়ে নিজেদের অসন্তোষের কথাও বলবে। আইসিসি নতুন দল হিসেবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়