ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২২ জানুয়ারি ২০২৬  
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচার শুরু

ছবি: রাইজিংবিডি

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনি প্রচারের প্রথম দিন রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রচার কর্মসূচি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে এই প্রচার কার্যক্রমের সূচনা হয়। সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও স্লোগানে নির্বাচনি আবহে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

আরো পড়ুন:

প্রচার কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্ট নির্বাচনি কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ইথুন বাবু এবং যুগ্ম আহ্বায়ক রিজিয়া পারভীন। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ ও ড. শাহরিয়া সামাদ।

প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন কমিটির অন্যান্য সদস্য মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক এবং নাজনীন আকবর হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


 

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়