ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিছিলে নাম ঘোষণা নিয়ে বিএনপির দু’ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২৭, ২২ জানুয়ারি ২০২৬
মিছিলে নাম ঘোষণা নিয়ে বিএনপির দু’ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জে মিছিলে নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মিছিলে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া ও দীঘিরপাড় এলাকায় সংঘর্ষ হয়। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারে একটি মিছিল কামারখাড়া বাজারে গেলে সেখানে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা সামিম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের কর্মী-সমর্থকরা। 

একই ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে দীঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত ১০ জন আহত। এ সময় ধারালো অস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষের দিকে হামলে পড়তে দেখা যায়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনরুল হক জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের সংখ্যা ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

ওসি মনরুল হক জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 

ঢাকা/রতন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়