ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আম বাগানে পড়ে ছিল ৫ ককটেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২২ জানুয়ারি ২০২৬  
আম বাগানে পড়ে ছিল ৫ ককটেল

চাঁপাইনবাবগঞ্জে একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরসভার নিমগাছি-সরকারপাড়া এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে একটি আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। পরে ককটেলগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কে বা কারা, কী উদ্দেশে ককটেলগুলো সেখানে রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/শিয়াম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়