ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মুকিত, সদস্য সচিব আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২১, ২২ জানুয়ারি ২০২৬
নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মুকিত, সদস্য সচিব আলম

মুকিত জাকারিয়া, জিয়া উদ্দিন আলম

ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম’। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সংস্কৃতিকর্মীদের এক ছাতার নিচে আনতেই এই সংগঠনের আত্মপ্রকাশ। 

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজার মিডিয়া গলি সংলগ্ন একটি রেস্তোরাঁয় আনন্দঘন পরিবেশে সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এর আগে একই এলাকায় সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় সভার সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রাথমিকভাবে ছয় মাসের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। 

আরো পড়ুন:

ঘোষিত কমিটিতে জনপ্রিয় অভিনয়শিল্পী ও নোয়াখালীর বেগমগঞ্জ হাজীপুর মিয়া বাড়ির মুকিত জাকারিয়াকে আহ্বায়ক এবং গীতিকার, সাংবাদিক ও নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমকে সদস্য সচিব করা হয়েছে। 

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—জহির আব্বাস চৌধুরী (অভিনয়শিল্পী), নাহিদুর রহমান (নাট্য প্রযোজক), ফেরারী ফরহাদ (নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র লেখক), তানভীর মাসুদ (অভিনয়শিল্পী)। 

এক ফ্রেমে ‘বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম’ এর সদস্যরা


এছাড়া কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আহসান আলমগীর (নাট্যকার), শাহ নেওয়াজ সজীব (নাট্যনির্মাতা), ফাতেমা তুজ জহুরা ঐশী (সংগীতশিল্পী), এন আই বুলবুল (গীতিকার ও সাংবাদিক), ইয়াসমিন লাবণ্য (সংগীতশিল্পী), সেলজুক তারিক (অভিনয়শিল্পী), মো. জহিরুল হক (অভিনয়শিল্পী), নাসিমা আক্তার (সাংস্কৃতিক সংগঠক), আরাবী নোমান (অভিনয়শিল্পী), হামিদ রনি (নাট্যনির্মাতা ও সাংবাদিক), মো. ওমর চৌধুরী (নাট্যনির্মাতা), পারভেজ মোল্লা (নির্মাতা), ইকরামুল হক (চলচ্চিত্র প্রযোজক), ওয়াহিদ বিন চৌধুরী (নাট্যনির্মাতা), আলাউদ্দিন হক (সংগীত পরিচালক)। 

সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ করা, সংস্কৃতি চর্চা ও বিকাশে সক্রিয় ভূমিকা রাখা, নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং সাংস্কৃতিক কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়