ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরু আনতে গিয়ে ভারতে আটক ৩ বাংলাদেশি 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২২ জানুয়ারি ২০২৬  
গরু আনতে গিয়ে ভারতে আটক ৩ বাংলাদেশি 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে তিন বাংলাদেশি যুবক আটক হয়েছেন। 

বুধবার (২১ জানুয়ারি) রাতে ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। 

আরো পড়ুন:

আটক তিন বাংলাদেশি হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগাডাঙ্গা এলাকার মো. জসিম (৩০), জসিমউদ্দিন (৩৭) এবং সুন্দরপুর গ্রামের রাকিবুল ইসলাম (৪২)।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে প্রায় ৫০ জনের একটি দল অবৈধভাবে ভারতে ঢোকে। তারা ভারতের রঘুনাথগঞ্জ এলাকার মহালদারপাড়া-রামপুর গ্রামে পৌঁছালে পুলিশ তাদেরকে ধাওয়া করে। বাকিরা পালিয়ে আসতে পারলেও তিন যুবককে ধরে ফেলে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাদেরকে ভারতের জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, তারা গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। আটক ব্যক্তিরা এখন ভারতীয় পুলিশের হেফাজতে আছেন। তাদের পরিবারের পক্ষ থেকে এখনো বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়নি।

ঢাকা/শিয়াম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়