ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই শহীদদের কবর জিয়ারত করে আমির হামজার নির্বাচনি প্রচার শুরু 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১০, ২২ জানুয়ারি ২০২৬
জুলাই শহীদদের কবর জিয়ারত করে আমির হামজার নির্বাচনি প্রচার শুরু 

বুধবার কুষ্টিয়ায় জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনি প্রচার। বুধবার (২১ জানুয়ারি) প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই ভোটের লড়াইয়ে নেমেছেন সংসদ সদস্য পদপ্রার্থীরা।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার গ্রামের বাড়িতে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেন।

আরো পড়ুন:

শহর ও গ্রামজুড়ে লিফলেট বিতরণ ও পথসভায় মুখর হয়ে উঠেছে জনপদ। ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল। 

কুষ্টিয়ায় নির্বাচনের মাঠে ধীরে ধীরে উত্তাপ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়