মৌলভীবাজারের পথে তারেক রহমান
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষে মৌলভীবাজারের পথে রওনা দেন তারেক রহমান।
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভা শেষে মৌলভীবাজারের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গাড়িবহর নিয়ে মৌলভীবাজারের পথে রওনা দেন তিনি।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় আলিয়া মাদ্রাসার মাঠে জনসমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।
বিএনপি নেতারা জানান, আজ বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এরপর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।
আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে বুধবার রাতে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ঢাকা থেকে সিলেট পৌঁছান তারেক রহমান। রাতেই তিনি হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.)-এর কবর জিয়ারত করেন। পরে সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে যান এবং ধানের শীষে ভোট চেয়ে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান।
ঢাকা/রাহাত/মাসুদ