ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব’

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২২ জানুয়ারি ২০২৬  
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব’

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান–২ এর ক্যাম্পাসে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘পিঠা উৎসব’। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

উপাচার্য বলেন, “পিঠা উৎসব আমাদের শিকড়, সংস্কৃতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক।

আরো পড়ুন:

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

উৎসব প্রাঙ্গণে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতই, পুলি, মালপোয়া, তেল পিঠাসহ নানা ঐতিহ্যবাহী পিঠার স্টল সাজান শিক্ষার্থীরা। গ্রামীণ সাজসজ্জা আর আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

শিক্ষকরা জানান, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ইউনিভার্সিটির পিআরডি দ্বায়িত্বে থাকা জাহিদ জানান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সবসময় সকল গুরুত্বপূর্ণ দিন, ঐতিহ্য কে লালন-ধারণ করে। বড় আয়োজনের মধ্যে দিয়ে পালন করে।

শীতের শেষপ্রান্তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পিঠা উৎসব পরিণত হয় শিক্ষা ও সংস্কৃতির এক আনন্দঘন মিলনমেলায়।-বিজ্ঞপ্তি

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়