ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০২, ২২ জানুয়ারি ২০২৬
‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’

আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগেই একটি দল বলছে, এই টিকিট দেওয়া হবে, ওই টিকিট দেওয়া হবে। কিন্তু জয়ের মালিক মানুষ নয়, সব কিছুর মালিক আল্লাহ। যারা এখনই টিকিট দিচ্ছে, তারা নির্বাচনের আগেই মানুষকে প্রতারণা করছে। তিনি প্রশ্ন রাখেন, নির্বাচনের পরে তারা কী করবে?

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “কেউ কেউ বলছেন—অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার আমাদের দেখুন। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখ লাখ প্রাণের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে। যারা তখন ভূমিকা রেখেছিল, যাদের কারণে এই দেশের লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের ভূমিকা এরইমধ্যে দেখে ফেলেছে। এই হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সে কারণেই বলছি—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।”

তারেক রহমান বলেন,  “আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোটাধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।” 

বিএনপি চেয়ারম্যান বলেন, “আজকের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৫ বছরে হাজারো মানুষ প্রাণ দিয়েছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা এ দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল, হত্যা ও গুম চালিয়েছিল।”

তিনি বলেন, “উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করেছে এবং ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে।”

ঢাকা/রাহাত/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়