ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেনের জোড়া গোলে শেষ ষোলোয় বায়ার্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২২ জানুয়ারি ২০২৬  
কেনের জোড়া গোলে শেষ ষোলোয় বায়ার্ন

হ্যারি কেনের ঝলমলে দ্বিতীয়ার্ধ আর দশজনের লড়াই; সব মিলিয়ে আলিয়াঞ্জ অ্যারেনায় ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে ইউনিয়ন সাঁ-জিলোয়াজের বিপক্ষে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক কেন। যদিও পরে পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন তিনি।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আগের তিন ম্যাচে গোলশূন্য থাকা কেন ৫২তম মিনিটে মাইকেল অলিসের কর্নার থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। তিন মিনিট পরই পেনাল্টি থেকে নিজের সপ্তম চ্যাম্পিয়নস লিগ গোলটি করেন তিনি। গোলরক্ষক কিয়েল শেরপেন তাকে ফাউল করায় স্পটকিক পায় স্বাগতিকরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে কেনের গোলসংখ্যা এখন ৩৪।

আরো পড়ুন:

তবে ম্যাচটা এতটা সহজ ছিল না। প্রথমার্ধে বায়ার্ন বেশ কিছুটা ভুগেছে। লুইস দিয়াসের নিচু ক্রস থেকে কেনের পা থেকে বল ঠেকিয়ে দেন শেরপেন। আবার রাউল ফ্লোরুজের দারুণ ডেলিভারিতে কেভিন ম্যাক অ্যালিস্টার অল্পের জন্য সুযোগ কাজে লাগাতে পারেননি। আরও বড় সুযোগ নষ্ট করেন প্রমিস ডেভিড। গোলমুখে দাঁড়িয়ে ম্যানুয়েল নয়ারের দিকেই হেড করেন তিনি।

বিরতির ঠিক আগে কর্নার থেকে রাফায়েল গেরেইরোর হেড অল্পের জন্য বাইরে যায়। বিরতির পরই গতি বাড়ায় বায়ার্ন এবং দ্রুত দু’গোলে নিয়ন্ত্রণ নেয় ম্যাচের।

৬৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন কিম মিন-জায়ে। দশজনের দলে পরিণত হলেও বায়ার্নের ছন্দ ভাঙেনি। বরং কিছুক্ষণ পর আবার পেনাল্টি পায় স্বাগতিকরা। অলিসের ক্রসে কামিয়েল ভান ডে পেরে হ্যান্ডবল করলে ভিএআর দেখে স্পটকিক দেন রেফারি রাদে ওব্রেনোভিচ। কিন্তু কেনের শট পোস্টে লেগে ফিরে আসে।

এই জয়ে চলতি আসরে সাত ম্যাচে ষষ্ঠ জয় পেল বায়ার্ন। তাতে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলে উঠে গেল দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা জার্মান চ্যাম্পিয়নরা মৌসুমে এখন পর্যন্ত করেছে ১০৩ গোল।

অন্যদিকে ডেবিউ মৌসুমে এই পর্যায়ে এসে পঞ্চম হার মানা ইউনিয়ন সাঁ-জিলোয়াজের প্লে-অফে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। আগামী বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে বায়ার্ন খেলবে পিএসভি আইন্দহোভেনের মাঠে। আর ইউএসজি আতালান্তাকে আতিথ্য দেবে ইউনিয়ন সাঁ-জিলোয়াজে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়