মুজিবের হ্যাটট্রিকে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ আফগানিস্তানের
দুবাইয়ের আলো ঝলমলে রাতে আফগানিস্তানের স্পিন জাদুতে আবারও ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। বুধবার রাতে মুজিব উর রহমানের দুর্দান্ত হ্যাটট্রিক আর সেদিকুল্লাহ অটল ও দরবিশ রাসুলির ঝকঝকে ফিফটিতে ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৩৯ রানে হারিয়েছে আফগানরা। আর তাতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ আগেই নিজেদের করে নিল আফগানিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানরা। পাঁচ ওভারের মধ্যেই মাত্র ৩৭ রানে ফিরে যান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১) ও ইব্রাহিম জাদরান (২২)। কিন্তু এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন অটল ও রাসুলি।
তৃতীয় উইকেটে এই দুজন গড়ে তোলেন দুর্দান্ত ১১৭ রানের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের এলোমেলো করে দেন তারা। রাসুলি ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৩৯ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংসে হাঁকান পাঁচটি চার ও তিনটি ছক্কা। অন্যদিকে অটল পালন করেন ইনিংস গড়ার দায়িত্ব। তিনি ৪২ বলে ৫৩ রান করেন দুটি চার ও তিনটি ছক্কায়।
এই জুটি ভাঙার পর শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ক্যামিওতে আরও শক্ত হয় আফগানদের সংগ্রহ। মাত্র ১৩ বলে অপরাজিত ২৬ রান করেন তিনি। যার মধ্যে ছিল তিনটি বাউন্ডারি, দুটি ছক্কা ছিল। তাতে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯ রান।
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মুজিব উর রহমানের ঘূর্ণিতে অষ্টম ওভারে ৩৮ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। এভিন লুইস (১৩) ও জনসন চার্লসকে (০) ফিরিয়ে দেন মুজিব।
এরপর অধিনায়ক ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ার কিছুটা প্রতিরোধ গড়েন। চতুর্থ উইকেটে তাদের ৬৮ রানের জুটি ম্যাচে ফেরার আশা জাগালেও ১৪তম ওভারে ফজলহক ফারুকির বলে হেটমায়ার আউট হলে সেই স্বপ্ন ভেঙে যায়। মাত্র ১৭ বলে ৪৬ রান করেন হেটমায়ার, হাঁকান ছয়টি ছক্কা ও একটি চার।
এরপর মুজিব ফের আক্রমণে এসে প্রথম বলেই কিংকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলেন ক্যারিবীয় অধিনায়ক। কিংয়ের বিদায়ের পর মাত্র ২২ বলের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।
চার ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেওয়া মুজিব উর রহমান হন ম্যাচসেরা। ওমরজাই ও ফারুকি নেন দুটি করে উইকেট, আর রশিদ খান পান একটি।
বৃহস্পতিবার একই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
ঢাকা/আমিনুল