ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকরিজীবীদের জন্য বিল গেটসের সতর্কবার্তা

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:৪২, ২২ জানুয়ারি ২০২৬
চাকরিজীবীদের জন্য বিল গেটসের সতর্কবার্তা

বিল গেটস। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তি নেতাও এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস চাকরিজীবীদের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে কর্মসংস্থানে বড় পরিবর্তন আসবে। শুধু ‘হোয়াইট কলার’ বা অফিসকর্মী নয় বরং ‘ব্লু কলার’  বা শ্রমজীবী ক্ষেত্রেও এই পরিবর্তন অবশ্যম্ভাবী।’
 
দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এ তিনি এই মন্তব্য করেন এবং সতর্ক করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এত দ্রুত চাকরির বাজার বদলে দিচ্ছে যে অনেক দেশ ও সরকারের সময় উপযোগী প্রস্তুতি নেই।’’

এআই -এর ইতিবাচক দিক আছে। যেমন চিকিৎসা ও শিক্ষা খাতে উন্নয়ন হচ্ছে, তেমনি এর দ্রুত প্রয়োগ কর্মসংস্থান, নিয়োগ প্রক্রিয়া এবং অর্থনৈতিক ভারসাম্যের ওপর কঠিন চাপ সৃষ্টি করছে। ফলে সরকার ও নীতি নির্ধারকদের সামনে কঠিন প্রশ্নগুলো দাঁড়াবে।  যেমন নতুন করে দক্ষতা উন্নয়ন, কর ব্যবস্থা পরিবর্তন ইত্যাদি। 

আরো পড়ুন:

বিল গেটস এর মতে— এআই এর আগের প্রযুক্তিগত বিপ্লবগুলির চেয়ে বেশি দ্রুত এবং গভীরভাবে সমাজের নানা স্তরে প্রবেশ করছে এবং সফটওয়্যার উন্নয়ন ছাড়াও উৎপাদনশীলতা, লজিস্টিকস ও কল সেন্টারের মতো খাতে কম দক্ষ কাজগুলো ইতোমধ্যেই প্রতিস্থাপিত হচ্ছে। ফলে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়