‘অবৈধ বিয়ে’ নিয়ে মুখ খুললেন হিরণের দ্বিতীয় স্ত্রী
বিয়ের আসরে ঋত্বিকা গিরি ও হিরণ চ্যাটার্জি
ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে নাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে; যার বয়স ১৯ বছর। গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন হিরণ। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। ২১ বছর বয়সি ঋত্বিকা পেশায় একজন মডেল।
বিয়ের নানা মুহূর্তের ছবি দ্রুত অন্তর্জালে ছড়িয়ে পড়ে; শুরু হয় চর্চা। পরে তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন হিরণ। কিন্তু এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ‘নবাব নন্দিনী’খ্যাত এই নায়ক। এ বিয়েকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন হিরণ-ঋত্বিকা। অবশেষে নীরবতা ভেঙেছেন হিরণের দ্বিতীয় স্ত্রী।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ঋত্বিকা গিরি। এ লেখার শুরুতে তিনি বলেন, “সব নিউজ মিডিয়াকে বিনীত অনুরোধ, এই মুহূর্তে আমি কোনোরকম ইন্টারভিউ দিতে পারব না। আমি এখন মানসিকভাবে অস্থির হয়ে আছি, শারীরিকভাবেও অসুস্থ। সম্প্রতি আমার একটি অস্ত্রোপচার হয়েছে। তাই চিকিৎসক পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।”
ঋত্বিকা গিরি
অনিন্দিতার প্রথম স্ত্রীর কিছু বক্তব্য শুনেছেন ঋত্বিকা গিরি। তার কিছু বিষয় পরিষ্কার করা দরকার বলে মনে করছেন তিনি। ঋত্বিকা বলেন, “আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। উনাকে বিবাহবিচ্ছেদের আইনি চিঠি পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা আগেই করেছি। গত ৫ বছর বছর ধরে একসঙ্গে আছি। আর এসব বিষয় অনিন্দিতা জানতেন।”
ঋত্বিকার সিঁথি রাঙিয়ে দিচ্ছেন হিরণ
ঋত্বিকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পাবলিক করা, কোনো কিছুই লুকোনো ছিল না। তাহলে এত বছর অনিন্দিতা কোথায় ছিলেন? কেন তখন কোনো প্রশ্ন তোলেননি? অনিন্দিতা বলেছেন সম্প্রতি ৬ মাস হিরণের সঙ্গে থেকেছেন। কিন্তু তার এই দাবি সত্যি নয়। ৬ মাসের জন্য তারা কোনোদিন একসঙ্গে থাকেনি। হিরণ নিজের মেয়ের সঙ্গে ছিল ২০২৪ সালের ৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, আর সেটা কিছু পার্সোনাল কাজের জন্য। এর মধ্যে মেয়ের জন্মদিন পড়েছিল বলেও জানান ঋত্বিকা।
ঋত্বিকা গিরি
হিরণকে বিয়ে করার কারণ ব্যাখ্যা করে ঋত্বিকা বলেন, “এই বিয়ে মানসিক সন্তুষ্টির জন্য অগ্নিকে সাক্ষী রেখে হয়েছে। বানারসের মতো পবিত্র জায়গায়, গঙ্গা মায়ের সামনে, পবিত্র বিধিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। এটা কোনো বিলাসবহুল বিয়ে ছিল না, কোনো শো-অফও ছিল না। শুধু মনের ভক্তি, বিশ্বাস এবং পবিত্রতা নিয়ে এই বিয়ে হয়েছে।”
কন্যার সঙ্গে অনিন্দিতা চ্যাটার্জি
হিরণের সঙ্গে ঋত্বিকার বিয়েকে ইলিগ্যাল বলে মন্তব্য করেছেন অনিন্দিতা। কেবল তাই নয়, আইনি পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে ঋত্বিকা বলেন, “যদি মনে হয় এটা (বিয়ে) অবৈধ, তাহলে আমার একটাই কথা—উনাকে লিগ্যাল পদক্ষেপ নিতে বলেন। এরপর এ বিষয়ে আমার কিছু বলার নেই।”
ঢাকা/শান্ত