ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকেলে ভৈরবে তারেক রহমানের সভা, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:১৭, ২২ জানুয়ারি ২০২৬
বিকেলে ভৈরবে তারেক রহমানের সভা, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

তারেক রহমানের জনসভা উপলক্ষে ভৈরব স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণে প্রস্তুত কিশোরগঞ্জের ভৈরববাসী। তার জনসভা উপলক্ষে ভৈরব স্টেডিয়ামকে সাজানো হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে সুউচ্চ মঞ্চ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় এই স্টেডিয়ামে নির্বাচনি প্রচারণায় ভাষণ দেবেন তিনি।

আরো পড়ুন:

বিএনপি নেতারা জানান, জনসভাকে ঘিরে কিশোরগঞ্জের ১৩ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিতে শুরু করেছেন। জনসভাকে জন সমুদ্রে রূপান্তরিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম জানান, জনসভায় বিএনপির চেয়ারম্যান উপস্থিত নেতাকর্মীদের কাছে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

তিনি জানান, নির্বাচনি আচরণ বিধি মেনে ও দলীয় চেয়ারম্যান নিরাপত্তা টিম (সিএসএফ) নির্দেশ মোতাবেক জনসভাটি সফল করতে আমাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। মঞ্চ তৈরিসহ আইনশৃংখলা রক্ষা, যানজট এড়াতে বিভিন্ন ব্যবস্থা, মাঠে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের জন্য পৃথক মঞ্চ তৈরি, খাবার পানি, পয়নিষ্কাশনের ব্যবস্থাসহ আগত নারীদের নিরাপদে বসার স্থানের ব্যবস্থা করা হয়েছে। জনসভায় ২ শতাধিক মাইক রয়েছে।

দলীয়ভাবে ২ হাজার স্বেচ্ছাসেবক রাখা হয়েছে, যারা জনসভায় আগদের সবাইকে সহযোগীতাসহ সেবা দেবেন বলে জানান তিনি।

ঢাকা/রুমন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়